চাইনিজ টেডিগুলোর দাম ১১০ টাকা থেকে আড়াইশো-তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। পাইকারি বাজারে কিনে বিক্রির ক্ষেত্রেও বেশ লাভ থাকছে বিক্রেতাদের। এর আকার সাধারণত তিন থেকে সাড়ে তিন ফুট হয়। অন্যদিকে, পুরনো লোমশ দীর্ঘাকৃতির টেডি বেয়ারের দাম ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত থাকায়, তার বিক্রি অনেক আংশেই কমে গিয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে, ব্যাপক চাহিদা থাকলেও চাইনিজ টেডি বেয়ার তৈরির জন্য মিলছে না দক্ষ কারিগর। ফলে, চাহিদা থাকলেও, এই ধরনের টেডি পুতুলের যোগান দিতে সমস্যায় পড়তে হচ্ছে মালিকদের।
advertisement
আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক
বিশেষভাবে সেলাই করে, ভেতরে তুলো গুঁজে রূপ দেওয়া হয় এই টেডি বেয়ারগুলির। যা নোংরা হলে অতি সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এদিন হাবরা-সহ জেলা সদর শহর বারাসতের বিভিন্ন দোকানগুলিতে দেখা গেল হরেক রকমের টেডি বিক্রি হতে। এক দোকানের মালিক সোহম সাধুখাঁ জানান, ‘‘হরেক রকমের টেডি বেয়ার মজুত রাখা হয়েছে দোকানে। তবে এবার যেন টেডি ডে-র বাজার দখলে চাইনিজ নতুন ধরনের এই টেডি পুতুল অনেকটাই এগিয়ে, তা বলাই যায়।