#উত্তর ২৪ পরগনা: অবশেষে খুলল স্কুল। দীর্ঘদিন পরে স্কুলে আসতে পেরে আনন্দে মেতেছে উত্তর ২৪ পরগনার বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। গৃহবন্দী জীবনে অভ্যস্ত হয়ে পড়া ছাত্র-ছাত্রীরা সবকরম অবসাদ কাটিয়ে স্কুলে ফিরতে পেরে যথেষ্ট খুশি। সরস্বতী পুজোর আগে স্কুল খুলে দেওয়ায় যেন বাড়তি উন্মাদনা পড়ুয়াদের মধ্যে। স্কুলে এসেই শুরু হয়ে গেছে বিদ্যার দেবীর আরাধনার প্রস্তুতি পর্ব। ইতিমধ্যে স্যানিটাইজ করা হয়েছে স্কুলরুম থেকে স্কুল চত্বর। স্কুলে এসেই পড়ুয়ারা নেমে পড়েছে পুজোর ব্যবস্থাপনায়। দীর্ঘদিন পর আবার স্কুল চত্বর মেতে উঠল কোলাহলে। বন্ধুদের একে অপরকে কাছে পেয়ে উল্লসিত তারাও। প্রিয় ছাত্র-ছাত্রীদের কাছে পেয়ে খুশির মেজাজ শিক্ষকমহলেও।