পরিবারের পক্ষ থেকে জানা যায়, ওই ছাত্রী আদর্শ স্কুলে পড়ে। তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে কল্যাণগড় স্কুলে। ছাত্রীর নিঁখোজের এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনান্য অভিভাবকরা। হাবড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন সময়মত বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। স্কুলে পরীক্ষা চলায় অন্যান্য দিনের মতোই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তাড়া ছিল তার। পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছালেও মাঝে কখন ও কিভাবে ওই ছাত্রী নিরুদ্দেশ হলেন তা বুঝে উঠতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ থেকে পরিবারের সদস্যরা। আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজির পর দ্রুত পরিবারের লোকজন হাবড়া থানার দ্বারস্থ হন। মেয়ের কোন বড় দুর্ঘটনা হয়েছে সেই আশঙ্কায় কান্নার রোল পড়ে যায় বাড়িতে। বন্ধু-বান্ধবদের কাছেও জিজ্ঞাসা করে মেলেনি কোন সূত্র। কিভাবে এই ছাত্রী নিরুদ্দেশ হল ? অথবা কেউ অপহরণ করে নিয়ে গিয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।
advertisement