TRENDING:

North 24 Parganas News- সংগীতের আসরে নারকেল গাছ পড়ে মৃত্যু ছাত্রীর

Last Updated:

ছুটি কাটাতে এসে সংগীতের আসরে নারকেল গাছ ভেঙে বিপত্তি, বন্ধুদের সামনেই ঘটে দুর্ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: হাবড়া থানার অন্তর্গত যশুর ঘোষ পাড়া এলাকায়, বেলঘড়িয়া থেকে একদল সংগীতশিল্পীরা এসেছিল ছুটি কাটাতে। কিন্তু তার মধ্যেই ছুটি কাটিয়ে আর বাড়ি ফেরা হল না বছর ২২ এর কিশোরী সৌমিতা দাস চৌধুরীর। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেয়েটির বাড়ি বেলঘড়িয়া এলাকায়। হাবড়া থানার যশুর ঘোষপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। চলছিল গানের আসর। মাস্টার্স শেষ করা দলটি তখন মত্ত গানের অনুষ্ঠানে। গুন গুন করে গানও গাইছিল সহপাঠী সৌমিতা। অনুষ্ঠান শেষের ঠিক আগের মুহূর্তে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। সৌমিতা দাস চৌধুরী যেখানে বসে ছিল ঠিক তার পিছনে ছিল একটি নারকেল গাছ। নারকেল গাছটি আচমকাই ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে সংগীত শিল্পী সৌমিতা দাস চৌধুরী।
advertisement

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই তার সহপাঠীরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেই মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই ঘটল ঘটলো তা কেউই এখনো বুঝে উঠতে পারছে না। হঠাৎ কেনই বা নারকেল গাছ ভেঙে পড়ল তার সঠিক কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। শোকোস্তব্ধ সৌমিতার বন্ধুবান্ধবরাও। চোখের সামনে এই ঘটনা দেখে অনেকেই স্তম্ভিত। এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাত হাসপাতালে। তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- সংগীতের আসরে নারকেল গাছ পড়ে মৃত্যু ছাত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল