ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই তার সহপাঠীরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেই মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই ঘটল ঘটলো তা কেউই এখনো বুঝে উঠতে পারছে না। হঠাৎ কেনই বা নারকেল গাছ ভেঙে পড়ল তার সঠিক কারণ খুঁজে পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। শোকোস্তব্ধ সৌমিতার বন্ধুবান্ধবরাও। চোখের সামনে এই ঘটনা দেখে অনেকেই স্তম্ভিত। এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাত হাসপাতালে। তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
advertisement
Location :
First Published :
February 15, 2022 8:53 PM IST