TRENDING:

North 24 Parganas News- শেষ মুহূর্তে মিলল অ্যাডমিট কার্ড, হতাশ পরীক্ষার্থী পেল স্বস্তি

Last Updated:

শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড পেয়ে খুশি পরীক্ষার্থী স্নেহা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: শেষ মুহূর্তে মিলল স্বস্তি। অ্যাডমিট কার্ড হাতে পেয়ে পরীক্ষার হলে পৌঁছে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলেন বনগাঁর ছাত্রী (North 24 Parganas News)। শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহা গোলদারের হাতে অ্যাডমিট কার্ড তুলে দিলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠ। সব সংশয় মিটিয়ে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত বনগাঁর স্নেহা গোলদার। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী স্নেহা গোলদার, শারীরিক অসুস্থতার কারণে অ্যাডমিট কার্ডের জন্য প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করতে পারেনি। ফর্ম ফিলাপ না করার কারণে অ্যাডমিট কার্ড পায়নি সে। সমস্যার কথা জানিয়ে বনগাঁ শিমুলতলার বাসিন্দা ঐ ছাত্রী ও তার পরিবার পরবর্তীতে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠের দ্বারস্থ হয়। তৎপর হন গোপালবাবু। গোটা ঘটনাটা শিক্ষা দফতরকে জানান তিনি। পাশাপাশি ওই ছাত্রী যাতে অ্যাডমিট কার্ড পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
advertisement

শিক্ষা দফতরের পক্ষ থেকে গোপাল বাবুর আবেদনে সাড়া দিয়ে আজ সকালে ছাত্রীর হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়। অ্যাডমিট কার্ড হাতে পেয়ে খুশি ছাত্রী। পরীক্ষা দিতে পারায় গোপাল বাবুকে ধন্যবাদ জানালেন ছাত্রীর মা। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা গোলদার পরীক্ষা দিচ্ছে বনগাঁ গৌরিসুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরীক্ষার আসনে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল স্নেহা। এই বিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন,"ভোটে জয়ের থেকে স্নেহা গোলদারের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে পেরে আজ আমি বেশি খুশি হয়েছি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- শেষ মুহূর্তে মিলল অ্যাডমিট কার্ড, হতাশ পরীক্ষার্থী পেল স্বস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল