এদিন ছিল মায়ের জন্মদিন। মায়ের জন্মদিন বলে কথা, তাই মায়ের জন্মদিনে দুঃস্থ ও বৃদ্ধাশ্রম এর মানুষদের খাইয়ে দিনটিকে পালন করলেন ছেলে সুদিপ সাহা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সকালে উঠে নিজে হাতে রান্নার আয়োজন করেন শঙ্করী দেবী। মেনুতে ছিল নানান পদ। হাবড়া বানিপুর এলাকার বাসিন্দা বছর সত্তরের শঙ্করী সাহা। ছেলে ও পরিবারের আবদারে প্রতিবছর ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেও এবছর একটু অন্যভাবেই জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর মায়ের ইচ্ছে পূরণে ছেলেও সম্মতি জানিয়ে আয়োজন করেছিলেন দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার। আয়োজনে ছিল না ত্রুটি। রান্না করা খাবার নিয়ে যাওয়া হয় স্থানীয় দুটি বৃদ্ধাশ্রমে। সেখানেও তৃপ্তি করে খাবার খেলেন প্রায় পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধা। এদিন হাবড়া স্টেশনে প্রায় সত্তর জন ভবঘুরের হাতেও খাবার তুলে দিলেন সাহা পরিবারের সদস্যরা। খাবার হাতে পেয়ে তৃপ্তির হাসি দেখা গেল ভবঘুরেদের মুখেও।
advertisement