পরিবার সূত্রে জানা যায়, মাধ্যমিকের পরীক্ষা দিতে যাওয়ার দিনেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালযয়ের ছাত্রী শ্রেয়শী দে। অসহ্য পেটের যন্ত্রনায় কাতর হয়ে পড়ে সে। শারীরিক অসুস্থতা থাকা সত্বেও পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে শ্রেয়শী। মনের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের বেডে শুয়ে ইংরেজি পরীক্ষা দেয় শ্রেয়শী। তবে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোন টেনশন ছিল না বলে জানায় এই ছাত্রী। হঠাৎই মেয়ে অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন শ্রেয়শীর বাবা-মা। তবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়ায় চিন্তামুক্ত হন তারা। মেয়ের ইচ্ছেশক্তি দেখে আপ্লুত হয়েছেন তারা। হাসপাতালে শুয়েও মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পারায় আনন্দিত শ্রেয়শীর বাবা-মা সহ তার স্কুলের সহপাঠী থেকে শিক্ষিকারা। হাসপাতালের আধিকারিক থেকে শুরু করে নার্সরা ও যথেষ্টই সজাগ ছিলেন ছাত্রীর শারীরিক অবস্থা নিয়ে। বারংবার খোঁজ নিতে দেখা গেল হাসপাতাল সুপারকেও।
advertisement