রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: ভরদুপুরে বারাসাতের জনবহুল এলাকায় মাওবাদীদের নাম করে পোষ্টার ঘিরে চাঞ্চল্য। পোষ্টার চোখে পড়তেই শোরগোল বেঁধে যায় উত্তর ২৪ পরগনার বারাসাত কলোনি মোড় এলাকায়। দেখা যায়, পোষ্টারে লেখা আনিস খুনের বদলা চাই। এই মাওবাদী পোষ্টারের কথা জেনেই ঘটনাস্থলে চলে আসে বারাসাত থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পুলিশ এসে পোষ্টারগুলো বাজেয়াপ্ত করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে তা খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। জানা গেছে, এদিন দুপুরে বারাসাত শহরের প্রানকেন্দ্র কলোনী মোড় সংলগ্ন ওভারহেড গেটের পিলারের গায়ে সেঁটে থাকতে দেখা যায় এই ধরনের বেশ কিছু পোষ্টার। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোষ্টারগুলোতে কোনটায় লেখা, আনিস খুনের বদলা চাই। কোনটায় লেখা শহীদ কমরেড আনিস খান লাল সেলাম। কোনটায় তৃণমূলের বিরুদ্ধেও লেখা হয়েছে। পোষ্টারগুলোর নিচে লেখা সিপিআই(মাওবাদী)। বারাসাতের মতো এমন জনবহুল জায়গায় কীভাবে মাওবাদী পোষ্টার লাগানো হল তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এতগুলো মাওবাদী পোষ্টার এক জায়গায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেযে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বারাসাত থানার পুলিশ। তড়িঘড়ি ওই বিতর্কিত পোষ্টারগুলো খুলে তা বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এই ঘটনা সামনে আসতেই অস্বস্তি বেড়েছে প্রশাসনের অন্দরে। এলাকার বাসিম্দা সহ বিভিন্ন জায়গার সিসিটিভির ফুটেজ একত্রিত করে কে বা করা এই ঘটনার সঙ্গে জড়িত তার অনুসন্ধান করছে পুলিশ। আসল অপরাধীর খোঁজে শুরু হয়েছে তদন্ত।