#উত্তর ২৪ পরগনা: চুরি করতে এসে, ধরা পড়ে বাধাপ্রাপ্ত হয়ে পুলিশের হাতে কামড়, রড দিয়ে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিধান নগর পূর্ব থানা এলাকায়। সল্টলেকের AH ব্লকের ১৯৩ নম্বর অংকের প্রফেসর প্রণবেশ জানার বাড়িতে এদিন ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। পাঁচজনের একটি দুষ্কৃতীদের দল এই কাজ চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। পালাতে গিয়ে সেই সময়ই পুলিশের হাতে ধরা পড়ে যায় দুষ্কৃতীদের কয়েকজন। এরপরই পুলিশের হাতে কামড় দিয়ে, রড দিয়ে আঘাত করে পালায় দুষ্কৃতীরা। আহত হন দু'জন পুলিশ আধিকারিক। দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন! এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।