#উত্তর ২৪ পরগনা: এতদিন বসবাস করলেও সরকারিভাবে কোনো নথিপত্র ছিল না তাদের কাছে। দীর্ঘদিন পর সরকারি নথিপত্র হাতে পেয়ে খুশি ১৭ টি উদ্বাস্তু পরিবার। পানিহাটি পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডের পানশিলা আনন্দপুরি অঞ্চলের ১৭টি উদ্বাস্তু পরিবারের হাতে তুলে দেওয়া হল পাট্টা। বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তাদের হাতে তুলে দিলেন এই পাট্টা। ২০১৬ সালে যখন দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন তখনই তিনি ঘোষণা করেছিলেন উদ্বাস্তু মানুষদের পাট্টা দিয়ে স্থায়ী ঠিকানা করে দেবেন। জমির অধিকার পাওয়ার পর এদিন রাজ্য সরকারের প্রশংসা শোনা গেল তাদের মুখে।