করোনা আতঙ্ক কাটিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। সবকিছুর পাশাপাশি অনুমতি মিলেছে মেলার। আর মেলার সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই মরণকূপ। উত্তর ২৪ পরগনা অশোকনগর শিববাড়ি মেলা প্রাঙ্গণেও দেখা গেল মরণকূপ নিয়ে মানুষের আগ্রহ। গোল বড়সড় কাঠের তক্তা ও লোহার বেড় দিয়ে তৈরি হয়েছে এই ভয়ঙ্কর খেলার ময়দান। উপরে দর্শক। প্রতি মুহুর্তে টানটান উত্তেজনায় মরণকূপের চালকের পারফর্মেন্স দেখতে থাকে দর্শকরা। হাত ছেড়ে একই গতিতে সকলে গাড়ি চালানোর দৃশ্যে ফেটে পড়ছিল দর্শকদের হাততালি। কেননা হাততালির শব্দে চালকদের জীবনের ঝুঁকিতেও মেলে আনন্দ। মরণকূপ খেলার এক চালক জানালেন, জীবনের ঝুঁকি নিয়ে রোজ এক একজন চালক উপার্জন করেন ৫০০ থেকে ৭০০ টাকা। দীর্ঘ দু বছর পর কোভিড আতঙ্ক দূরে ঠেলে মেলা চালু হওয়ায় আবারও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছেন এই খেলার সাথে যুক্ত কর্মীরা।
advertisement