TRENDING:

North 24 Parganas News- জীবনের ঝুঁকি নিয়ে মেলায় মরণকূপে গাড়ি চালিয়েই সামান্য রোজগার

Last Updated:

করোনা আবহ কাটিয়ে এটাই তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: প্রচন্ড গতিতে ঘুরছে বাইক, চারচাকা। বাহবা কুড়োতে চালক হাত ছেড়ে দিয়ে স্পিডে গাড়ি চালাচ্ছেন। কাঠের শক্ত ঘেরাটোপে বেশকিছু দুচাকা-চারচাকা নিয়ে তীব্র গতি নিয়ে সকলেই দক্ষ চালকের কৌশল দেখলেও, সকলেই কিন্তু সকলের অবস্থান থেকে রয়েছেন নির্দিষ্ট দূরত্বে। কোনভাবে চালানোর সময় একটু বাধা পেলেই ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। প্রতিদিন প্রানের ঝুঁকি নিয়ে এমন খেলাই দেখান ওরা। জনপ্রিয় এই খেলার চলতি নাম মরণকূপ। প্রাণ বাজি রেখে পেটের দায়ে এই কাজ করলেই দিন শেষে হাতে আসে কয়েশো টাকা।
advertisement

করোনা আতঙ্ক কাটিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। সবকিছুর পাশাপাশি অনুমতি মিলেছে মেলার। আর মেলার সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই মরণকূপ। উত্তর ২৪ পরগনা অশোকনগর শিববাড়ি মেলা প্রাঙ্গণেও দেখা গেল মরণকূপ নিয়ে মানুষের আগ্রহ। গোল বড়সড় কাঠের তক্তা ও লোহার বেড় দিয়ে তৈরি হয়েছে এই ভয়ঙ্কর খেলার ময়দান। উপরে দর্শক। প্রতি মুহুর্তে টানটান উত্তেজনায় মরণকূপের চালকের পারফর্মেন্স দেখতে থাকে দর্শকরা। হাত ছেড়ে একই গতিতে সকলে গাড়ি চালানোর দৃশ্যে ফেটে পড়ছিল দর্শকদের হাততালি। কেননা হাততালির শব্দে চালকদের জীবনের ঝুঁকিতেও মেলে আনন্দ। মরণকূপ খেলার এক চালক জানালেন, জীবনের ঝুঁকি নিয়ে রোজ এক একজন চালক উপার্জন করেন ৫০০ থেকে ৭০০ টাকা। দীর্ঘ দু বছর পর কোভিড আতঙ্ক দূরে ঠেলে মেলা চালু হওয়ায় আবারও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছেন এই খেলার সাথে যুক্ত কর্মীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- জীবনের ঝুঁকি নিয়ে মেলায় মরণকূপে গাড়ি চালিয়েই সামান্য রোজগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল