#উত্তর ২৪ পরগনা: রাত পোহালেই সরস্বতী পুজো। দু'দিন আগেই খুলেছে স্কুল। ফলে আশার আলো দেখছেন মৃৎশিল্পীরা। অশোকনগরের প্রতিমা শিল্পালয় দিন রাত জেগে তৈরি হচ্ছে প্রতিমা। স্কুল খোলার পরে মিলেছে অর্ডার। তাই শেষ মুহূর্তে ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়ে নিতেই তৎপরতা পটুয়া পাড়ায়। রাতারাতি তৈরি করা হয়েছে প্রায় ৫০টির বেশি সরস্বতীর মূর্তি। দিন রাত জেগে চলছে রংয়ের কাজ।