এদিন আহত পুলিশ কর্মীকে দেখতে এসে তিনি জানান, ঘটনা যেখানেই হোক, যেহেতু আহত পুলিশ কর্মী বর্তমানে তাঁর জেলায় আছেন, তাই তাঁর কর্তব্য ওই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করা। আহত পুলিশ কর্মী প্রভাত সর্দার ভাল আছেন বলেও জানান তিনি। অন্যদিকে, বসিরহাটের ঘটনার তীব্র নিন্দা করেন তাপস মিত্র।
আরও পড়ুন, মুখ থেকে বাঁশির শব্দ, ৭ বছরের শিশুর সঙ্গে অবশেষে যা ঘটল
advertisement
পাশাপাশি এদিন শাসকদলের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কটাক্ষ করে বলেন, "গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন একজন অফিসার আহত হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব তাতে দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু সেইসময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে সামনে দাঁড়িয়ে বলেছিলেন উনি থাকলে বিজেপি কর্মীদের কপালে গুলি করতেন। যেভাবে গতকাল পুলিশ কর্মীকে গুলি করা হল, তাহলে এই ঘটনায় কি তৃণমূল কর্মীদের কপালে গুলি করবেন?" পাশাপাশি ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবী জানান তিনি।
আরও পড়ুন, বিশ্বকাপে বিরাট অঘটন! আর্জেন্টিনা হেরে গেল সৌদির কাছে, হতাশ মেসি
প্রসঙ্গত, সোমবার বসিরহাট তৃণমূল কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকে বিষয়টি গড়ায় হাতাহাতি। পরে অশান্তি থামাতে সেই এলাকায় যায় পুলিশ। অভিযোগ, সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতেই আহত হন পুলিশ কর্মী প্রভাত সর্দার। ইতিমধ্যে ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রুদ্র নারায়ণ রায়
