TRENDING:

বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশকর্মীকে নিয়ে বড় আপডেট, কী জানাচ্ছে হাসপাতাল

Last Updated:

বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশ কর্মী প্রভাত সর্দারের এদিন অস্ত্রোপচার করা হয় বারাসাতের এক বেসরকারি হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বসিরহাট: বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশ কর্মী প্রভাত সর্দারের এদিন অস্ত্রোপচার করা হয় বারাসাতের এক বেসরকারি হাসপাতালে। প্রায় ঘন্টা দুয়েক সময় ধরে এই অপারেশন চলে বলে হাসপাতাল সূত্রে খবর। এরপরই পরিবারের সূত্রে জানা যায়, বর্তমানে পুলিশ কর্মী বিপদ মুক্ত বলেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। এদিন আহত পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপির বারাসাত জেলা সাংগঠনিক সভাপতি তাপস মিত্র।
advertisement

এদিন আহত পুলিশ কর্মীকে দেখতে এসে তিনি জানান, ঘটনা যেখানেই হোক, যেহেতু আহত পুলিশ কর্মী বর্তমানে তাঁর জেলায় আছেন, তাই তাঁর কর্তব্য ওই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করা। আহত পুলিশ কর্মী প্রভাত সর্দার ভাল আছেন বলেও জানান তিনি। অন্যদিকে, বসিরহাটের ঘটনার তীব্র নিন্দা করেন তাপস মিত্র।

আরও পড়ুন, মুখ থেকে বাঁশির শব্দ, ৭ বছরের শিশুর সঙ্গে অবশেষে যা ঘটল

advertisement

পাশাপাশি এদিন শাসকদলের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কটাক্ষ করে বলেন, "গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন একজন অফিসার আহত হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব তাতে দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু সেইসময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে সামনে দাঁড়িয়ে বলেছিলেন উনি থাকলে বিজেপি কর্মীদের কপালে গুলি করতেন। যেভাবে গতকাল পুলিশ কর্মীকে গুলি করা হল, তাহলে এই ঘটনায় কি তৃণমূল কর্মীদের কপালে গুলি করবেন?" পাশাপাশি ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবী জানান তিনি।

advertisement

আরও পড়ুন, বিশ্বকাপে বিরাট অঘটন! আর্জেন্টিনা হেরে গেল সৌদির কাছে, হতাশ মেসি

প্রসঙ্গত, সোমবার বসিরহাট তৃণমূল কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকে বিষয়টি গড়ায় হাতাহাতি। পরে অশান্তি থামাতে সেই এলাকায় যায় পুলিশ। অভিযোগ, সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতেই আহত হন পুলিশ কর্মী প্রভাত সর্দার। ইতিমধ্যে ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশকর্মীকে নিয়ে বড় আপডেট, কী জানাচ্ছে হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল