বরানগর টবিন রোডে বিজেপি পথ অবরোধ করলে, অবরোধ তুলতে হাজির হয় পুলিশ আর সেখানেই পুলিশ ও দলীয় সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে লাঠি চালাতে বাধ্য হয়। অপরদিকে, বনগাঁর রামনগর রোডের মুখে যশোর রোডের উপরে, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ জেলা বিজেপি সভাপতি রামপদ দাসের নেতৃত্বে অবরোধ করা হয়। বেলা বাড়ার সাথে সাথে বারাসত চাঁপাডালিতে বিজেপি কর্মী সমর্থকরা বনধের সমর্থনে রাস্তায় নামলে পুলিশের সাথে বাধে ধস্তাধস্তি। বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের নেতৃত্বে এই বিক্ষোভ সংগঠিত হয়। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করলেও, ঘটনাস্থলে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ আসে। বনধ সমর্থনকারীদের সরানোর চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। হাবড়ায় বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করলে, পুলিশ আটক করে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীদের।
advertisement