রুদ্র নারায়ন রায়,উত্তর ২৪ পরগনা: কলকাতা বইমেলায় গ্রেফতার অভিনেত্রী রুপা দত্ত।বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পুলিশ সূত্রে খবর , অন্তর্জাতিক বই মেলায় যখন পুলিশের একটি দল টহল দিচ্ছিল, ঠিক সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা লক্ষ্য করে এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। এই ঘটনা দেখেই সন্দেহ হয় পুলিশের। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। যে কেন তিনি এই ব্যাগ ফেলে দিচ্ছেন এবং ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন। কিন্তু তার কোন সদুত্তর দিতে পারেন নি ওই টলি অভিনেত্রী। এরপর আরো সন্দেহ বাড়ে পুলিশের। দ্রুত ঘটনাস্থলে মহিলা পুলিশ নিয়ে এসে রুপা দত্তর কাছে থাকা ব্যাগে তল্লাশি চালান হয়। বাক-বিতণ্ডার পর ওই অভিনেত্রীর ব্যাগ হাতে পাওয়ার পর পুলিশ খুলতেই রীতিমতো চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় অনেকগুলি মানি ব্যাগ। সেই মানিব্যাগ গুলির মধ্যে তখনও রয়েছে প্রচুর টাকা। এরপরই ওই টলিউড অভিনেত্রী রুপা দত্ত কে বিধাননগর উত্তর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এতগুলো পার্স তার কাছে কেন ও কি ভাবে এলো? অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি স্বীকার করেন যে, বিভিন্ন মেলায়, বড় বড় অনুষ্ঠানে,জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করতো সে। অভিনেত্রী রুপা দত্তের ব্যাগ থেকে সব মিলিয়ে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। তার কাছ থেকে একটি ডাইরিও উদ্ধার করেছে পুলিশ। তাতে কবে কত টাকা চুরি করেছেন তারা রীতিমতো খসড়া পত্র করে রেখেছেন অভিনেত্রী রুপা দত্ত। কিন্তু কেন তিনি এমন কাজ করতেন, এর পিছনে কোন বড়ো চক্র রয়েছে কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এর আগেও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলে খবরে এসেছিলেন এই টলি অভিনেত্রী রুপা দত্ত। চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগও এনেছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে।