#উত্তর ২৪ পরগনা: স্টেশন বা রাস্তাঘাটে আমরা বহু ভবঘুরেকে দেখতে পাই, যারা স্টেশনেই কোনরকম ভাবে আধপেটা খেয়ে দিন গুজরান করেন। শীতে কষ্ট হলেও উপায় থাকে না তাদের। এইরকম দুঃস্থ ভবঘুরেদের থাকার আশ্রয়ের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল ভাটপাড়া প্রশাসন। আশ্রয়হীনদের এবার নতুন ঠিকানা হল 'শান্তির নীড়'। আশ্রয়হীন মানুষদের জন্য থাকার ব্যবস্থা করলেন ভাটপাড়ার স্থানীয় প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের সহযোগিতায় ভাটপাড়া পৌরসভার পরিচালনায় ভাটপাড়া ৩১ নম্বর ওয়ার্ডের কুতুবপুর এলাকায় "শান্তির নীড়" নামক ভবনটি তৈরি করা হয়। এই শান্তির নীড়ে প্রায় ৫০ জন আশ্রয়হীন মানুষদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। মোট এক কোটি সাত লক্ষ টাকা খরচ করে এই ভবনটি তৈরি করা হয়েছে বলে জানালেন ভাটপাড়া পৌর এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি। এর ফলে স্থানীয় যে সমস্ত মানুষ ভবঘুরে হয়ে দিন কাটান তাঁরা একটি নির্দিষ্ট আশ্রয়ে থাকতে পারবেন, এখানেই মিলবে খাবার। চিকিৎসার সুযোগ থাকছে এই ভবনে। এক্সিকিউটিভ অফিসার তনময় ব্যানার্জি জানান, অনেকেই আছে যারা এদিক ওদিক ঘুরে বেড়ান এবং অনাহারে জীবন কাটান। কমিটির মাধ্যমে বা প্রশাসনের সহযোগিতায় তাদের খুঁজে বের করে এখানে আশ্রয়ের বন্দোবস্ত করা যেতে পারে। প্রকৃত দুঃস্থরাই এই ভবনে থাকার সুযোগ পাবে বলেও জানান তিনি। নতুন ভবনে থাকতে পেরে খুশি ভবঘুরেরাও। সময় মতো মিলছে খাবার, থাকতে ভালোই লাগছে জানালেন এক ভবঘুরে।