জীবনের দুঃখের কথা জানাতে গিয়ে প্রতিবন্ধী রাখি অধিকারী বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ার কারণে বিভিন্ন সময়ে অত্যাচারের শিকার হয়েছেন। বিয়ের পর স্বামীর নির্যাতন চলছিল। যদিও এখন একাই থাকেন তিনি। প্রতিবন্ধী হলেও তিনি কারোর দয়ায় বাঁচতে না চেয়ে ট্রেনে হকারী করে জীবন কাটাচ্ছেন। নিত্যদিন শিয়ালদহ-বনগাঁ শাখার বিভিন্ন ট্রেনে ট্রেনে হকারী করেই পেট চালায় এই প্রতিবন্ধী মহিলা। বাড়ি থেকে উচ্ছেদ করতে প্রতিবেশীদের এই অত্যাচার অসহ্য হয়ে উঠেছে তার কাছে। প্রতিকার চাইতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাখি অধিকারী। এদিন অশোকনগর থানায় এসে, হাত না থাকার ফলে, নিজের পায়ের সাহায্যেই লেখেন অভিযোগ পত্র। পুরো ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ। প্রতিবন্ধীর ওপর মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই প্রতিবন্ধী এই মহিলাকে অত্যাচারের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অশোকনগরের সচেতন বাসিন্দারা।
advertisement