রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: ল্যাম্ডমার্ক কিম্বা জায়গার নাম জোড়াপায়খানা। বন্ধু-বান্ধব কিম্বা কোন ভদ্রলোককে জোড়া পায়খানায় ডাকতে হলে লজ্জা লাগবে তো অবশ্যই।যদিও এটি কোনও রাস্তার নাম নয়, স্কুল-কলেজ বা অফিসের ঠিকানাতেও উল্লেখ করতে হয় না। তবে লোকের মুখে মুখে ছড়িয়ে এই জায়গাটি পরিচিতি লাভ করেছে জোড়াপায়খানা নামেই। আর ল্যান্ডমার্কের এই বিশ্রী নামকরণে গোটা জীবনে বিভিন্ন জায়গায় নানাভাবে মশকরার স্বীকার হতে হয়েছে এই এলাকার বাসিন্দাদের। জোড়া পায়খানা নামের জায়গাটি আসলে কোথায় ? এই জায়গাটি উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে । সোসাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু-বান্ধবের ইয়ার্কিতে নাজেহাল অবস্থা থেকে মুক্তির পথ খুজে জায়গার নাম বদলে উদ্দোগী হয়েছেন এলাকার বাসিন্দারা। নামবদলের চেষ্টায় বাসিন্দারা যোগাযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধির কাছে। তাদের অনুরোধ, 'জোড়া পায়খানার মোড়'-এর নাম বদলে অন্য কিছু করে দিন । স্থানীয় বাসিন্দাদের নামবদলের যুক্তিকে মান্যতা দিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানালেন, তিনি জায়গাটির নাম নারায়ন দেবনাথ মোড় নামে জনপ্রিয় করার চেষ্টা করবেন। লোকমুখে প্রচলিত হওয়া এই নামটি জন্যই বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় এলাকার বহু মানুষকে। ঠিকানা বলতে গিয়ে ঘুরপথ ব্যক্ত করতে হয়েছে অনেক সময়। তবে অবশেষে যদি এই নতুন নাম মানুষের লোকমুখে প্রচারিত হয়ে বদল হয় পুরনো বৃষ্টি নামের তবে স্বভাবতই খুশি হবেন স্থানীয় এলাকার বাসিন্দারা। অপরদিকে নারায়ণ দেবনাথের মতন একজন ব্যক্তিত্বের নামে এই সরণির নামকরণ হওয়ায় বিশেষ সম্মান পাবেন বাংলার এই স্বনামধন্য ব্যক্তি।