TRENDING:

North 24 Parganas: জেলায় পৌর নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট পরিচালনায় প্রস্তুত প্রশাসন

Last Updated:

রাত পার হলেই জেলায় পৌর নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট পরিচালনায় প্রস্তুত প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: রাত পার হলেই ১০৮ টি পুরসভার নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে ভোট প্রচার। উত্তর ২৪ পরগনার মোট ২৫ টি পৌরসভা ভোট গ্রহণ হবে আগামীকাল সকাল থেকে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নিরাপত্তা সহ নির্বাচন প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে। প্রতিটি পুরসভার জন্য নিযুক্ত করা হয়েছে একজন করে অবজারভার। ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন তারাই। ভোটগ্রহণ কেন্দ্রের কোন সমস্যার সম্মুখীন হওয়া থেকে ভোট পরিচালনা সমস্ত কিছুই দেখভাল করবেন এই অবজারভার। প্রশাসনিক সূত্রে পাওয়া তথ্য অনুসারে উত্তর ২৪ পরগনা জেলায় মোট ভোটার সংখ্যা ৩৩,৯৩,২৪২ এবং মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪০৫৫। বুথ গুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। তবে এর মধ্যে কয়েকটি পৌরসভার দিকে বিশেষ নজর থাকব সকলের। তার মধ্যে রয়েছে হাবরা, অশোকনগর কল্যাণগড়, গোবরডাঙ্গা, বারাসাত ও মধ্যমগ্রামের দিকে। গোবরডাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৯৬৩৪। তার মধ্যে পুরুষ রয়েছেন ১৯৬৪১ ও মহিলা ১৯৯৫২জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ৪৮ টি। হাবড়া পুরসভায় মোট ভোটার সংখ্যা ১২২৫০৫। পুরুষ ভোটারের সংখ্যা ৬১৯০২ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬০৫৯৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ১৪৬। অশোকনগর কল্যাণগড় পৌরসভা মোট ভোটার সংখ্যা ১১০১৫৪। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৪৫৯৬ ও মহিলা ভোটার সংখ্যা ৫৫৫৫৪ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ১৪০। বারাসাত পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪০৭৭২। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১১৯৬০৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ১২১১৫১ এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ২৮২। মধ্যমগ্রাম পৌরসভা মোট ভোটার সংখ্যা ১৭১৩১০। তার মধ্যে পুরুষ সংখ্যা ৮৪৪৬৫ ও মহিলা ভোটার সংখ্যা ৮৫৪৫৭ জন। মোট ভোটগ্রহণ বুথের সংখ্যা ২১০। রাত থেকেই বুথে বুথে পৌঁছে যাবেন ভোট কর্মীরা। এবারও করোনা বিধি মানা হবে বুথ গুলিতে। মাক্স পড়ে স্যানিটাইজার ব্যবহার করেই প্রবেশ করতে হবে পোলিং স্টেশনে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় এখন বড় চ্যালেঞ্জ জেলা প্রশাসনের কাছে।
জেলায় চলছে ভোটগ্রহণের প্রস্তুতি পর্ব
জেলায় চলছে ভোটগ্রহণের প্রস্তুতি পর্ব
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: জেলায় পৌর নির্বাচন, সুষ্ঠু ভাবে ভোট পরিচালনায় প্রস্তুত প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল