TRENDING:

North 24 Parganas News- রবিনসন স্ট্রিটের ছায়া এবার নিউটাউনে

Last Updated:

ছেলে মেয়ের মৃতদেহ আগলে রাখলেন মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: রবিনসন স্ট্রিটের ছায়া এবারে নিউটাউনে সিডি ব্লকে। ছেলে এবং মেয়ের মৃতদেহ আগলে রাখলেন মা। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ। নিউটাউনের সিডি ব্লকের একটি আবাসনের ঘর থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করলো নিউটাউন থানার পুলিশ। জানা গেছে ছেলেমেয়েকে নিয়ে সেখানে ভাড়া থাকতেন মালা কুঞ্জ নামের ওই মহিলা। কোনদিনই কারো সাথে খুব একটা মেলামেশা করতো না পরিবারটি । এদিন সকালে সাত তলায় গিয়ে হঠাৎই জ্ঞান হারান তিনি। তার ঘর থেকে সেসময় পচা গন্ধ বের হচ্ছিল বলে জানা গেছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরে খাটের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে মালাদেবীর মেয়ে অনিন্দিতা কুঞ্জ এবং ছেলে অভিরূপ কুঞ্জের। ছেলে মেয়ের মৃতদেহের মাঝেই তিনি থাকতেন বলে অনুমান করা হচ্ছে। এর আগেও ওই পরিবারটির কারণেই গত ২৬ ফেব্রুয়ারি নিউটাউন থানার পুলিশের দ্বারস্থ হতে হয় ওই আবাসনের বাসিন্দাদের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে। কিভাবে মৃত্যু হল অনিন্দিতা কুঞ্জ এবং অভিরূপ কুঞ্জ-র ? কীভাবেই বা এতটা নিরুদ্বেগে মৃতদেহের সাথে দিন কাটালেন মালাদেবি? এই সমস্ত বিষয় নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। রহস‍্য উদঘাটনে তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। এর আগেও কলকাতার রবিনসন স্ট্রিটে এই একই রকম ঘটনা ঘটতে দেখা যায়। সেখানেও মৃতদেহ আগলে রাখতে দেখা যায় দীর্ঘ সময় ধরে। ইতিমধ্যেই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- রবিনসন স্ট্রিটের ছায়া এবার নিউটাউনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল