মেয়ে সুদেষ্ণা রায়কে নিয়ে মহিলা গোপা রায় তাঁর দাদার সঙ্গে ভাড়া থাকতেন ঐকতান ফ্ল্যাটে। মেয়েটির মামাই সোমবার সকালে ফ্ল্যাটে এসে এই অবস্থায় দেখতে পান নিজের বোন এবং বোনঝিকে। নিথর অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মা এবং মেয়ে।
আরও পড়ুন: বন্ধুকে রেখে গঙ্গায় ঝাঁপ আকাশের! এখনও খোঁজ চলছে জোয়ারে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার
advertisement
দাদা গৌতম দে বিধান নগর মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মী ছিলেন। গতকাল তিনি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাড়িতে বারবার ফোন করছিলেন, কিন্তু কোনও উত্তর না মেলায় নিরাপত্তা রক্ষীকে দেখতে বলেন। সিকিউরিটি গিয়ে দেখেন, মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে, আর মা জীবিত অবস্থায় মেঝেতে পড়ে কাতরাচ্ছেন।
এরপরেই গৌতমবাবুকে দেখে খবর দেওয়া হয়। তিনি তড়িঘড়ি বাড়িতে ফিরে এসে দেখেন মা ও মেয়ে দু’জনেই মৃত। এরপরই বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।