TRENDING:

North 24 Parganas News- জীবনযুদ্ধে নারী দিবস কি, জানেন না অনেক নারীই

Last Updated:

প্রতিদিনের জীবনযুদ্ধে নারী দিবসের তাৎপর্য কি, তা এখনো জানেন না অনেক নারীই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: ৮ মার্চ দিনটি ক্যালেন্ডারের পাতায় সাদামাটা আর পাঁচদিনের মতোই। তাৎপর্যের বিবেচনায় দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭৫ সালে আট মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। নারীর অধিকার সুরক্ষায় দিনটিকে ঘিরে নানা প্রোগ্রামের আয়োজন করা হয়। নেওয়া হয় নানা শপথ। তবে এই দিনটি কেন একজন নারীর কাছে বিশেষ দিন, তা জানেন না অনেক নারী। আর পাঁচটা দিনের মতোই তাদের কাছে কেটে যায় এই বিশেষ দিনের গুরুত্ব। বর্তমান সময়ে পরিস্থিতির কারণে পুরুষদের পাশাপাশি নারীরা কাঁধে তুলে নিয়েছে সংসারের দায়িত্ব। সমাজের গুরুত্বপূর্ণ সেক্টর গুলোতেও যেমন বেড়েছে নারীদের প্রভাব তেমনি সমাজের আর পাঁচটি সাধারণ কাজেও মেয়েরা দেখিয়েছে তাদের আধিপত্য।
advertisement

সকাল থেকেই পেটের তাগিদে কেউ বাজারে বসেন শাক-সবজি নিয়ে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন মাছ কেটে পয়সা রোজগার করতে। অশোকনগরের কচুয়া আর গোলবাজারে এমনই কিছু নারীর দেখা মিলল। যারা ঘর সামলেও পেট চালাতে সকাল থেকেই নেমে পড়েন কাজে। যাদের কাছে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে তেমন কোন উৎসাহ নেই। কেউ কেউ তো বলেই দিলেন, এই দিনটি যে আছে তা তারা জানেনই না। প্রতি বছর যেভাবে ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন করে নানা কর্মকান্ডের সুচনা করা হয়, তার সুফল কী আদৌ পৌঁছায় সমাজের তৃণমূলস্তরে থাকা এই নারীদের মধ্যে? এই প্রশ্ন টা থেকেই যায়। আদৌ কি কোনদিন এই অবস্থাটা বদলাবে, সময় বলবে সেই কথা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ নয় 'এই' কালীপুজো! বসিরহাটের ইটিন্ডায় অটুট ৪০০ বছরের রীতি
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- জীবনযুদ্ধে নারী দিবস কি, জানেন না অনেক নারীই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল