সকাল থেকেই পেটের তাগিদে কেউ বাজারে বসেন শাক-সবজি নিয়ে, কেউ আবার পেশা হিসেবে বেছে নিয়েছেন মাছ কেটে পয়সা রোজগার করতে। অশোকনগরের কচুয়া আর গোলবাজারে এমনই কিছু নারীর দেখা মিলল। যারা ঘর সামলেও পেট চালাতে সকাল থেকেই নেমে পড়েন কাজে। যাদের কাছে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে তেমন কোন উৎসাহ নেই। কেউ কেউ তো বলেই দিলেন, এই দিনটি যে আছে তা তারা জানেনই না। প্রতি বছর যেভাবে ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন করে নানা কর্মকান্ডের সুচনা করা হয়, তার সুফল কী আদৌ পৌঁছায় সমাজের তৃণমূলস্তরে থাকা এই নারীদের মধ্যে? এই প্রশ্ন টা থেকেই যায়। আদৌ কি কোনদিন এই অবস্থাটা বদলাবে, সময় বলবে সেই কথা।
advertisement
Location :
First Published :
March 08, 2022 7:39 PM IST