#উত্তর ২৪ পরগনা: রাজ্যে কিছু ক্ষেত্রে করোনার বিধি-নিষেধ এখনো বলবৎ, বন্ধ স্কুল কলেজ। তবে সামনেই আসছে সরস্বতী পুজো। বারাসত এক নম্বর ব্লকের কাঠোর এলাকায়, দিলীপ পালের শিল্পালয়ে চলছে সরস্বতী ঠাকুরের মূর্তি বানানোর প্রস্তুতি। কিন্তু করোনার থাবায় এবারেও ব্যবসায় ক্ষতির আশঙ্কায় ভুগছেন শিল্পীরা। আম গাছে এসেছে মুকুল, তবে সরস্বতী পুজোর যে আড়ম্বর, তা আর দেখা যাচ্ছে না আগের মতো। পড়ুয়ারা ঘরবন্দী হয়ে পড়েছে, পাশাপাশি, স্কুলে স্কুলে সরস্বতী পুজোও প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের মধ্যে। দুর্গাপুজোয় ও এই বছর তেমন লাভের মুখ দেখেনি মৃৎশিল্পীরা।