রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতের আমডাঙার বিজয়পুর গ্রামের রাস্তা। দীর্ঘদিন কেটে গেলেও হেলদোল নেই প্রশাসনের। বাধ্য হয়েই এলাকাবাসী পথে নেমে দেখালেন বিক্ষোভ। এদিন রাস্তা সারাইযের দাবিতে সন্তোষপুর নীলগঞ্জ রোড অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধ তুলতে আসলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। বাক-বিতণ্ডার পাশাপাশি হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ছয় জন কে। বেড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকার বিজয়পুর গ্রামের মানুষের অভিযোগ দীর্ঘদিন গ্রামের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। সেই কারণেই অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখতে বাধ্য হন এলাকার মানুষ। রাস্তার মাঝে আড়াআড়ি করে বাঁশ দিয়ে ও বেঞ্চ দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। প্রায় ঘন্টা দু'য়েকের অবরোধ এর ফলে যানজট ও দুর্ভোগে পরেন নিত্যযাত্রীরা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহা করেন স্থানীয় বাসিন্দারা। এখন কত দিনে এই বেহাল রাস্তার হাত থেকে মুক্তি মিলছে স্থানীয় বাসিন্দাদের সেটাই দেখার।