রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগেই উত্তর 24 পরগনার বাদুড়িয়া কাটিয়াহাট বিকেপি গার্লস হাইস্কুলের এক শিক্ষিকার বদলি ঘিরে ছাত্রীদের মধ্যে আবেগপূর্ণ একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল। তারপর কেটে গেছে বেশ কিছু সময়। তবে এখন ছাত্রীসংখ্যা স্কুলে বাড়লেও শিক্ষিকা সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষিকা বদলি নিয়ে অন্য স্কুলে চলে গিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে আর নতুন করে কোন শিক্ষিকা নিয়োগ হয়নি এই স্কুলে। প্রতিবছরই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া রেজাল্টে যথেষ্ট সুনাম কুড়িয়েছে বিকেপি গার্লস হাই স্কুল। পছন্দের তালিকায় থাকা এই স্কুলে পড়তে দূরদূরান্ত থেকে আসে ছাত্রীরা । কিন্তু বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত শিক্ষিকার অভাবে এক এক জন শিক্ষিকাকে অতিরিক্ত ক্লাসের চাপ বহন করতে হচ্ছে। ফলে সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা অভাব দেখা দিচ্ছে বলে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে । ইতিমধ্যেই প্রধান শিক্ষিকা, বিষয়টি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের আবেদন করলেও তেমনভাবে কোন সুফল হয়নি বলেই সংবাদমাধ্যমকে জানান তিনি। প্রতি বছরই ছাত্রীদের সংখ্যার চাপ বাড়ছে স্কুলে। ফলে ইতিমধ্যেই যদি শিক্ষিকার সংখ্যা বাড়ানো না হয় তাহলে শিক্ষাদানের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে তা মেনে নিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষিকারাও। স্কুলের এক এক জন শিক্ষিকাকে নির্দিষ্ট পরিমাণ এর অনেকটা বেশিই ক্লাস নিতে হচ্ছে। তার মধ্যেই কয়েকজন শিক্ষিকা অবিলম্বে বদলি হয়েছেন। এখন যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষিকা নিয়োগ হলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান মিলবে বলে আশা প্রধান-শিক্ষিকার সহ অন্যান্য শিক্ষিকাদের।