#উত্তর ২৪ পরগনা: খো খো ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম, একটি দলগত খেলা। কিন্তু বর্তমানে, গ্রামবাংলার এই খেলা হারিয়ে যেতে বসেছে। অতীতে এই খেলার চল থাকলেও বর্তমানে সেভাবে এই খেলা দেখা যায় না বললেই চলে। এবার সেই খো খো খেলা দেখা গেল হাবড়া এলাকার কাশিপুর স্কুল মাঠে। ঐতিহ্যবাহী এই খেলায় অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে এসেছে ১০ টি দল। হারিয়ে যাওয়া এই খেলা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে সাধারণ মানুষ।