#উত্তর ২৪ পরগনা: করোনা পরবর্তী পরিস্থিতিতে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। খুলেছে স্কুল কলেজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে সুইমিংপুল, জিম সহ শরীর চর্চার নানা কেন্দ্র। একটা সময় ছিল যখন খেলার মাঠ দেখা যেত শহরের বিভিন্ন প্রান্তে, কিন্তু বর্তমান ব্যস্ততম এই শহরে গড়ে উঠেছে ঘিঞ্জি অট্টালিকা। হারিয়ে যাচ্ছে শৈশব, হারিয়ে যাচ্ছে খেলার পরিবেশ। এবার সেই খেলার পরিবেশ এক ছাদের তলায় ফিরিয়ে আনতেই মধ্যমগ্রামে মিনি ইনডোর স্টেডিয়াম ও আচার্য জগদীশ চন্দ্র বসু শিশু উদ্যানের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এরপরই মিনি ইনডোর স্টেডিয়ামে কিছু সময় ব্যাডমিন্টন খেলতে দেখা গেল রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ কে। মধ্যমগ্রামের ২৮ টি ওয়ার্ডের মধ্যে কোথাও এধরনের উন্নত মানের স্টেডিয়াম নেই,পাশাপাশি শিশুরাও খেলার জন্য নতুন একটি উদ্যান পেল, যা বাড়তি পাওয়া বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বিবেকানন্দ মিনি ইনডোর স্টেডিয়াম, রাজ্য সরকার ও মধ্যমগ্রাম পৌরসভার যৌথ অর্থ সাহায্যে গড়ে তোলা হয়েছে বলে জানান মন্ত্রী। এই ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন রকমের খেলার সুবিধা রয়েছে।