আক্রান্ত শিক্ষক কার্তিক পালের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ, এই অবস্থায় তিনি প্রতিনিয়ত স্কুল করেন (North 24 Parganas News)। প্রধান শিক্ষক জয়দেব ঘোষের কাছে দীর্ঘ দুই বছর ধরে তিনি ৫০ হাজার টাকা পান। সেই টাকা চাইতে গেলে তাকে হেনস্থা করে শারীরিক মানসিক নির্যাতন করেন। পাশাপাশি, অসুস্থতার কারণে কার্তিক বাবু বৃহস্পতিবার স্কুলে আসতে পারেননি বলে, আজ সকালে তিনি স্কুলে আসতেই প্রধান শিক্ষক জয়দেব ঘোষ কার্তিক পালের উপরে চড়াও হয়ে তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এর পরে নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গার থানার পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে। এই ঘটনায় অভিভাবকরা প্রধান শিক্ষক জয়দেব পালের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত জয়দেব পাল জানান, ওই শিক্ষক পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি মারধর করেননি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Rudra Narayan Roy