নিশার দিদি তুহিনা বিশ্বাস জানায়, ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটার সময় লাস্ট হোয়াটসঅ্যাপ কলে কথা হয়েছিলো। নিশা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে কান্নাকাটি করছে। গতকাল মধ্যরাতে নিশা যেখানে থাকে তার কাছাকাছি কোথাও ব্লাস্ট হয়েছে, ঘরের জিনিসপত্র কেঁপে ওঠে। যে হোস্টেলে থাকে তাদের সাথে নিশা কথা বলেছে, হোস্টেল থেকে জানায় অ্যাটাক হয়ে গেছে। এখন আর বেড়ানো যাবে না। তাদের কাছে পর্যাপ্ত খাবারও নেই। নিশা বিশ্বাস কিয়েব মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়ছে।পরিবার খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। মা তহমিনা বিশ্বাস ভারত সরকারের কাছে চোখের জল ফেলতে ফেলতে আবেদন করেন, তার মেয়ে কে যেন দেশে ফিরিয়ে আনা হয়। বাবা জুলফিকার বিশ্বাস জানান, মেয়ে তিন মাস আগে ডাক্তারি পড়তে যায় ইউক্রেনে, এই এলাকা থেকে একাই যায় মেয়ে নিশা। সকলের প্রার্থনা এখন একটাই, মেয়ে ভালোভাবে বাড়ি ফিরে আসুক তাড়াতাড়ি।
advertisement