পার্শ্ববর্তী এক বাড়ির মালিক জানান, বেশ কয়েকদিন আগে তাদের বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা। তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। বাইরে থাকা বেশ কিছু সামগ্রীও চুরি গিয়েছে বলে জানান তিনি। প্রতিবেশী আর এক মহিলা জানান, তাদের বাড়ির জানালা থেকে মোবাইল সহ ঘড়ি ও দামি জিনিস চুরি গিয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় চোরের আতঙ্ক ছড়িয়েছে। তবে সেক্ষেত্রে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সঠিক সুরাহা এখনো বের করতে পারেনি পুলিশ। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। বহু মানুষ ইতিমধ্যেই করোনার প্রভাবে কর্মহীন হয়েছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পেট চালাতে অপরাধের কাজও বেছে নিয়েছেন অনেকেই, ফলে বেড়েছে চুরির মতন এহেন ঘটনা। কবে এই আতঙ্কের পরিস্থিতি কাটে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।
advertisement
Location :
First Published :
Mar 11, 2022 6:12 PM IST