মধ্যমগ্রাম ও বারাসত পুরসভা সহ জেলায় তৃণমূলের ভালো ফলাফল নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বিরোধীদের সব অভযোগ সঠিক নয়,তা প্রমাণ হল। বিরোধীরা বারবার অভিযোগ করেছিল ভোট লুট হয়েছে ছাপ্পা হয়েছে।সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা মধ্যমগ্রামে চার টে আসন পেয়েছে এবং একই ভাবে বারাসতেও বিরোধীরা আসন পেয়েছে। গণনার দিন সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। ভোট গণনা শুরু হতেই কার্যত বিরোধীদের ব্যাকফুটে ফেলে এগিয়ে চলছিল তৃণমূলের বিজয় রথ। অন্যান্য জায়গার মতোই বারাসত মহকুমাতেও সবুজের ঝড়। ক্রমেই অস্তিত্ব সংকটে পরে গেরুয়া শিবিরের। এই পাঁচ পুরসভায় একটিও আসনে জয় না করতে পেয়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। তবে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে বামফ্রন্ট। পাঁচটি পুরসভা মিলিয়ে ১০টি আসনে জয় পেয়েছে বামেরা। দলীয় কর্মীদের নিয়ে ইতিমধ্যেই আগামী দিনের পরিকল্পনা ও আলোচনায় বসবেন বলে জানান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। জয়ের পর কোথাও যাতে কোনো অশান্তি বা উত্তেজনায় দলীয় কর্মীরা না জড়িয়ে পড়েন, তারও বার্তা তৃণমূল জেলা কার্যালয় থেকে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যায়।
advertisement