দমদম এবং নিউটাউনে ফ্ল্যাট আছে এই চক্রবর্তী দম্পতিদের। মেয়ের পড়াশোনার সুবিধার্থেই কেনা হয়েছিল ফ্ল্যাট বলেই জানালেন মা তনুজা চক্রবর্তী। দেশের জন্য মেয়ের এই কাজকে রীতিমতো কুর্নিশ জানিয়েছেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে মেয়ের অংশগ্রহণে চিন্তা হলেও, দেশের কাজে মেয়ে অংশ নিতে পেরে গর্বিত, সর্বপরি দেশের মানুষকে উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারায় গর্বিত মেয়ে কে নিয়ে। তনুজা দেবী আরও জানিয়েছেন, "প্রথমে যখন মেয়েকে এই দায়িত্ব দেওয়া হয়েছে জানতে পারলাম তৎক্ষণাৎ একটু ভয় পেয়েছিলাম। পরবর্তীতে উপলব্ধি করলাম মেয়ে যদি এই গুরুদায়িত্ব পালন করে তবে সেটা দেশের সেবা হবে। তাই সব ভুলে মেয়েকে তার কাজে মনোনিবেশে উৎসাহ যোগালাম" (North 24 Parganas News)। ভারত সরকারের এই উদ্যোগ যেমন প্রশংসনীয়, ঠিক তেমনই উত্তর চব্বিশ পরগনার মহাশ্বেতাকে নিয়েও দেশবাসী গর্বিত। তবে অনেকের অজান্তেই এই কর্মকাণ্ড চালিয়ে গেছে মহাশ্বেতা।
advertisement
Rudra Narayan Roy