TRENDING:

North 24 Parganas News- শুরু হল টাকি রোড সম্প্রসারণের কাজ

Last Updated:

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পুরণ হতে চলেছে, শুরু হল টাকি রোড সম্প্রসারণের কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আর সেই দাবি মেনেই অবশেষে শুরু হল টাকি রোড সম্প্রসারণের কাজ (North 24 Parganas News)। এদিন বামুনমুড়ো এলাকায় এই কাজের শুভ সূচনা হয়। বারাসত থেকে বসিরহাট হয়ে হাসনাবাদ পর্যন্ত টাকি রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। রাস্তা তৈরি করার জন্য বিভিন্ন সময়ে স্থানীয় মানুষ, ব্যাবসায়ীরা আন্দোলনেও নেমেছিলেন। রাস্তা মেরামতি হয়েছে বেশ কয়েকবার, কিন্তু প্রতিদিন যানবাহনের বিপুল পরিমাণের চাপে তা দীর্ঘমেয়াদি হয়নি। খানাখন্দে ভরেছে রাস্তা। প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা। এই সড়ক ধরেই বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙা বর্ডারে পৌঁছে যাওয়া যায়। পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারি যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়েই। ফলে রাস্তা মেরামত হলেও তা বেশিদিন স্থায়ী হয়না। অবশেষে টাকি রোড সম্প্রসারণের কাজ শুরু হল। বারাসত বামুনমুড়ো এলাকায় নারকেল ফাটিয়ে, পুজো দিয়ে শুভ উদ্বোধন করা হল এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আরসাদ উদ্ জামান, কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম পাল সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন পি ডাব্লিউ ডি র ইঞ্জিনিয়াররাও। বারাসত চাপাডালি মোড় গোলাবাড়ি পেট্রোল পাম্প পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা আপাতত তৈরি হতে চলেছে। এই কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়। রাস্তা তৈরিতে খরচ হবে ৩৪ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩২ টাকা। এই রাস্তা তৈরি হওয়ায় তাই খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- শুরু হল টাকি রোড সম্প্রসারণের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল