এদিন বারাসত পোস্ট অফিসে সেই পার্সেল ভ্যানের শুভ উদ্বোধন হয়। নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন বারাসত পোস্ট অফিস সুপারইন্টেনডেনট প্রদত্ত কুমার দাস। মোট ৭৯ টি এমন মোবাইল পার্সেল ভ্যান চালু করা হবে যা বারাসতেই প্রথম চালু করা হল। এর ফলে গ্রাহকদের আর পোস্ট অফিসে এসে কোন পার্সেল বুকিং করতে হবে না, গ্রাহকের কাছেই পৌঁছে যাবে এই ভ্যান। বাড়িতে গিয়েই গ্রাহকের পার্সেল বুকিং করা হবে। রাজ্য সরকার তাদের বিভিন্ন প্রকল্প দুয়ারে চালু করলেও তার সাথে পোস্ট অফিসের কোন যোগাযোগ নেই। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা বলে জানান প্রদত্ত কুমার দাস।
advertisement
Location :
First Published :
Feb 08, 2022 1:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বারাসত বাসীদের জন্য চালু হচ্ছে দুয়ারে পোস্ট অফিস