বর্তমানে সেই ৮৫ টি হাসপাতাল বেড়ে ১৬০ টি হয়েছে এবং করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলা করতে কি কি অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তাও তুলে ধরেন তিনি (North 24 Parganas News)। বৃহস্পতিবার বারাসত হাসপাতালে, এস্টিমেট কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ও ডাক্তার নির্মল মাঝি পরিদর্শনে আসেন। জেলার হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেন তারা।পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবার সরজমিন ক্ষতিয়ে দেখেন তারা।
advertisement
এইদিন তারা হাসপাতাল পরিদর্শন করে সুপার সুব্রত মন্ডল এর সাথে বৈঠকে বসেন। এস্টিমেট কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ও ডাক্তার নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রাফিকার রহমান সহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা (North 24 Parganas News)। বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে বারাসতের পৌর প্রতিনিধি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এক বছরের মধ্যে মেডিকেল কলেজ চালু করতে হবে। তিনি আরও বলেন, হাসপাতাল চত্বরে CMOH দফতর আছে, সেটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। কারণ হাসপাতাল দফতর CMOH দফতর থাকায়, মেডিকেল কলেজে চালু করতে অসুবিধা হচ্ছে। সেই কারণেই CMOH দফতর দু-একদিনের মধ্যে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে এবং এক বছরের মধ্যে মেডিকেল কলেজ চালু করার প্রস্তুতি নেওয়া শুরু হবে।