#উত্তর ২৪ পরগনা: ফের বড়োসড়ো সাফল্য জেলা বনদফতরের। গোপন সূত্রে খবর পেয়ে, গুমা হাটে বনদফতরের আধিকারিকরা হানা দেয়। সেখান থেকেই ভারতীয় দু'ধরনের টিয়া পাখি উদ্ধার করে। আলেকজান্ডার ও রোজরিং নামক ছোট-বড় মিলিয়ে মোট ৪৫ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পাখি বিক্রি করার অভিযোগে চার অভিযুক্তকে গ্রেফতার করে বনদফতরের আধিকারিকরা। গৌতম মিত্র, দিপু পোদ্দার, রাহুল মন্ডল ও কার্তিক বারুই নামে চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই পাখিগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে ও কিভাবে নিয়ে আসা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছেন বনদফতর। তবে এই বিষয়ে জন-সচেতনতার পাশাপাশি বাজারগুলোতে লাগাতার অভিযান চলছে বলে জানানো হয় আধিকারিকদের পক্ষ থেকে।