উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম দিগবেড়িয়া তেতুলতলায় রঙের কারখানায় বিধ্বংসী আগুন। আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও, আগুনের ভয়াবহতা যথেষ্ট বেশি থাকায় দমকল কর্মীদের বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। দমকলের তিনটি ইঞ্জিন এর ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রঙের কারখানায় ধার্য পদার্থ থাকায় আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। আহত হয়েছেন একজন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারনে এই আগুন লাগল তার তদন্তে নেমেছে দমকল ও পুলিশ প্রশাসন। ঘটনায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ওই রঙের কারখানায় সমস্ত বৈধ কাগজপত্র মেনেই করা হয়েছে কিনা তার তদন্তে করে দেখা হবে বলেও জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।