খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার এই মাটিয়া নিষিদ্ধপল্লীতে প্রায় কয়েক হাজার যৌন কর্মী রয়েছে যারা রুটিরুজি অন্বেষণের উদ্দেশ্যে এই পল্লীতে থেকে কাজ করেন। আচমকা এই অগ্নিকাণ্ডে তাদের অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে বলেই মনে করছেন স্থানীয় হোটেল মালিকরা। হোটেল মালিকদের প্রাথমিক অনুমান কোনো গ্রাহকের বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ড লেগে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় কেউ খুব বেশি আহত হয়নি বলেও জানা যাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কি কারণে আগুন ছড়িয়ে পড়ল তার তদন্ত শুরু করেছে দমকল কর্মীরা।
advertisement
Location :
First Published :
February 17, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বিধ্বংসী আগুনে ভস্মীভূত বসিরহাটের পাঁচটি হোটেল