বিক্ষোভকারীদের অভিযোগ, ধার্য টাকা দেওয়ার পরেও কেন জমা পড়েনি ? বিদ্যুতের লাইন কেটে দেওয়ার আগে কেন একবার গ্রামবাসীদের কিছু জানানো হলো না, এ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। এই নিয়ে ইতিমধ্যেই এলাকায় শোরগোল পড়ে যায়। এই ঘটনায় নিন্দার ঝর ওঠে। এলাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলেরও চাহিদা বেড়েছে। সেই অবস্থায় এই সিদ্ধান্ত অমানবিক বলেও দাবি জানানো হয় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের তরফ থেকে। বিক্ষোভকারীরা আক্ষেপ করে জানালেন, তারা বিদ্যুতের বিল জমা দিয়েছেন, যদি তা জমা না পড়ে তবে তার দায় কার? এই দাবদাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা জল না পেয়ে প্রচণ্ড কষ্টে রয়েছেন। কারোর বাড়িতে অসুস্থ রোগী, কারোর বাড়িতে রয়েছে ছোট ছোট বাচ্চা। জল সংকটে তাদের অবস্থা দিশেহারা। অবিলম্বে বিদ্যুতের লাইন যোগ করতে তারা আবেদন জানিয়েছেন। তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
advertisement