রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: বাড়ছে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরির নামকরে প্রতারণা চক্র। এবার বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। হুগলি থেকে গ্রেফতার আন্তরাজ্য প্রতারণা চক্রের পান্ডা। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়, রাজ্যের সরকারি হাসপাতাল গুলির বেশ কিছু ভুয়ো ওয়েবসাইট তৈরি করে একটি প্রতারণা চক্র কাজ করছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানতে পারে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে একটি চক্র সাধারণ মানুষদের টাকার বিনিময় জাল জন্মের সার্টিফিকেট সহ একাধিক জাল নথি সরবরাহ করছে। অবশেষে ভুয়ো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয় হুগলির খানাকুল এলাকায়। সেখান থেকে অভিযুক্ত নূর হাসান মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে খবর, এই অভিযুক্ত রাজ্যের প্রতিটি হাসপাতালের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালাতো। এর সঙ্গে রাজ্যের একাধিক এলাকার জালনথি চক্র জড়িয়ে আছে। এছাড়াও রাজ্যের বাইরে উত্তরপ্রদেশ বিহারেও এই চক্র ছড়িয়ে আছে। অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার সোশ্যাল মিডিয়া থেকে প্রতিটি হাসপাতালের ভুয়ো ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের সঙ্গে আর কাদের যোগ রয়েছে, এই চক্রের পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছে কিনা তার তদন্তে নেমেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।