West Bengal Panchayat Election 2023 Voting LIVE Updates : আর কিছু সময় পরেই শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?
বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির ১৯ নম্বর আসনের সিপিআইএম এর প্রার্থী আব্বাস আলী গুরুতর আহত হন। তার বুকে চোট লেগেছ। বিডিও সামনেই তাকে মারধর করা হলেও, কোনরকম পদক্ষেপ নেননি বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সমিতির আসনে লড়াই করছে গিয়াস উদ্দিন মণ্ডল ওরফে বাবলু মাস্টার। তার নেতৃত্বেই এই আক্রমণ বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ভোটকেন্দ্রে হঠাৎ চারটি স্করপিও! রাতেই ব্যালট পেপার বাক্স ফেলা হল পুকুরে! কী ঘটছে এসব? জানুন
অভিযোগ বিডিও যখন বাইরে যেতে বলেন, বাইরে বেড়িয়েও আব্বাসকে মারধর করেন। এবং তাকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। রাতে বারাসত হাসপাতালে পৌঁছায় সিপিআইএম এর জেলা নেতৃত্ব। তাদের দাবি, গণতন্ত্রকে শেষ করে দেবার জন্য শাসক দলের এজেন্ট হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন। প্রশাসন নিষ্ক্রিয়, নির্বাচন কমিশন অচল, ভোটে শাসকদল কত খুন, কত রক্ত চায় তার পরিক্ষা দিতে হবে নতুন করে বলেও অভিযোগ জানান বিরোধীরা। শান্তিপূর্ণ ভোটের পরিস্থিতি শাসক দল তৃণমূল কংগ্রেস কোথাও রাখছে না বলেই দাবি সিপিআইএম নেতৃত্বের। ঘটনায় উত্তেজনায় ছড়ায় এলাকায়।
রুদ্র নারায়ণ রায়