WB Panchayat Election 2023: ভোটকেন্দ্রে হঠাৎ চারটি স্করপিও! রাতেই ব্যালট পেপার বাক্স ফেলা হল পুকুরে! কী ঘটছে এসব? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
WB Panchayat Election 2023: কী ঘটছে এই ভোট কেন্দ্রে? জানলে অবাক হবেন
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনে ভোট শুরুর আগেই রাতে জলে ভাসিয়ে দেওয়া হল ব্যালট পেপার। ভোট গ্রহণ কেন্দ্রে ব্যালট পেপারের হিসাব দিতে না পারায় ভোটের যাবতীয় কাগজপত্র সহ ব্যালট পেপার বাক্স জলে ফেলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের ৮৩ ও ৮৪ নম্বর বুথে ৷
যদিও পিসাইডিং অফিসার জানান, ব্যালট পেপারের হিসাব দেওয়া হবে ভোটের দিন সকালে৷ আমরা নিজেদের কাজ করছিলাম। উত্তেজিত লোকজন এসে সেন্ট্রাল ফোর্সের দাবি করে। এরপরই উত্তেজিত মানুষজন ব্যালট পেপার সহ বাক্স এমনকি ভোটের প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু নিয়ে পাশে থাকা পুকুরের জলে ফেলে দেয়। স্থানীয় বিজেপি প্রার্থীদের অভিযোগ, বিকালে ভোট কর্মীরা অটোতে করে আসেন। তারপর রাত বাড়তেই ভোটকেন্দ্রে চারটি স্করপিও গাড়ি আসে বলেও জানান৷
advertisement
advertisement
এরপরই দেখা যায় কিছু পেপারে সই করছেন ভোট কর্মীরা৷ তখনই স্থানীয় মানুষজন জানতে চাইলে ব্যালট পেপারের টোটাল হিসাব দিতে অস্বীকার করেন ওই বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার৷ আর এর কিছু সময় পরই তৃণমূলের লোকেদের বাজি ফাটাতে দেখা যায় বলেও জানান স্থানীয় মানুষজন। কেন্দ্রীয় বাহিনী না আসলে ভোট নেওয়া যাবে না বলেও দাবি জানান গ্রামবাসীরা। পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যালট পেপার ও ব্যালট বক্স উদ্ধার করে পুকুর থেকে। তৃণমূলের অভিযোগ, সিপিএম বিজেপি হেরে যাবে জেনে ব্যালট বাক্স ও ব্যালট পেপার জলে ফেলে দিয়েছে। যদিও গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। আর তার জেরেই সকালে ভোটগ্রহণ শুরু অনিশ্চিত হয়ে পড়েছে
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 12:21 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
WB Panchayat Election 2023: ভোটকেন্দ্রে হঠাৎ চারটি স্করপিও! রাতেই ব্যালট পেপার বাক্স ফেলা হল পুকুরে! কী ঘটছে এসব? জানুন