উত্তর ২৪ পরগনা: কো-অপারেটিভ ব্যাঙ্কে টাকা রেখে প্রতারিত শতাধিক গ্রাহক। প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেলঘড়িয়া নন্দননগরে অবস্থিত বেলঘড়িয়া কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় ব্যাঙ্কে প্রায় দুশো গ্রাহক নিয়মিত তাদের কষ্টার্জিত টাকা জমা রাখত ভবিষ্যতের কথা মাথায় রেখে। কেউ মেয়ের বিয়ে দেবেন বলে জমিয়েছিলেন, তো কেউ অন্যকাজে। অভিযোগ, ২০১৯ সালের শেষের দিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্যাঙ্ক এ তালা ঝুলিয়ে দেয়। গাহকদের আরও অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বললে তারা জানান ,ব্যাঙ্কের দুইজন কর্মচারির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ব্যাঙ্কের হিসেবে ঠিকমত মিলছে না। গ্রাহকদের আরো অভিযোগ, প্রায় তিনবছর ধরে ব্যাঙ্ক এই রকম দাবি করে আসছে। এদিকে তারা তাদের সঞ্চিত অর্থ ফিরে পাচ্ছেন না। যার ফলে কষ্টে দিন কাটাচ্ছে গ্রাহকদের। বাধ্য হয়েই এদিন তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। যদিও ব্যাঙ্কের সম্পাদক গৌরাঙ্গ নাগ প্রতারণার ঘটনা অস্বীকার করেছেন।