#উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন পর খুলেছে স্কুল, তবে স্কুল খুলতেই বিদ্যাদেবীর পুজোর আনন্দ মাটি হয়ে গেল। স্কুল বন্ধ রেখে ছাত্রদের রোষানলে স্কুলের প্রধান শিক্ষক। সরস্বতী পুজোর আগে সরকারি নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ খুলে দেওয়া হয়েছে। তা সত্বেও সরস্বতী বন্দনা থেকে বঞ্চিত হতে হল বারাসত উদয়রাজপুর হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের। স্কুলের প্রাক্তন থেকে বর্তমান সবাই প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ভর্তির সময় পুজোর চাঁদা নিয়ে কেন পুজো হল না, তার সাফাই দিতে গিয়ে প্রধান শিক্ষক অশোক সরকারের বক্তব্য, কোভিডের জন্যে ঝুঁকি নেওয়া যায়নি। পুজোর দিন ছাত্ররা নতুন পোষাকে স্কুলে আসে পুজোর অঞ্জলি দেবে বলে, কিন্তু স্কুলে তালা দেখে হতাশ হয়। সরস্বতী পুজোয় অন্যান্য স্কুলে যখন হৈহুল্লোরে মেতে উঠল পড়ুয়ারা, তখন উদয়রাজপুর হাই স্কুলের ছাত্রদের দেখা গেল মন খারাপ করে থাকতে। এ কোন শিক্ষকতা, প্রশ্ন তুলছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা।