স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা হাফিজুল শেখ কে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। হাফিজুলের মৃত্যুতে কার্যত অসহায় হয়ে পড়েছে তার পরিবার। এলাকায় নেমেছে শোকের ছায়া। সংসারের রোজগারের এরকম চরম পরিণতিতে দিশেহারা পরিবার। কিভাবে মোটর সাইকেলের ব্রেক ফেল হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আগে থেকেই ব্রেক খোলা ছিল কিনা তা নিয়েও তদন্তের দাবি জানাচ্ছে মৃতর পরিচিতরা। ওই এলাকায় এর আগে বহু মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনেই বাম্পার করা হয়েছে। তবে তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা দেখা যায়নি স্থানীয় প্রশাসনের এমনটাই দাবি।
advertisement
Location :
First Published :
Mar 16, 2022 8:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বসিরহাটে হাইওয়েতে দুর্ঘটনায় মৃত বাস কন্ডাক্টর