TRENDING:

North 24 Parganas: মহিলা চিকিৎসকের জমির ৪৭টি আম গাছ কেটে ফেলার অভিযোগ

Last Updated:

মহিলা চিকিৎসকের জমির ৪৭টি আম গাছ কেটে ফেলার অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ দায়ের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: অশোকনগর ও দত্তপুকুর সংযোগ স্থলের চরকপাড়ায় এক সরকারী মহিলা চিকিৎসকের জমির ৪৭ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় এক ক্লাবের বিরুদ্ধে অভিযোগ মহিলা চিকিৎসক সুমিত্রা হালদারের। সুমিত্রা দেবী বারাসত হাসপাতালের চিকিৎসক। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকেন তিনি। ওই মহিলা চিকিৎসক চরকপাড়া এলাকায় ২৮ কাটা জমিতে কলমের আম গাছ লাগিয়ে ছিলেন। এছাড়াও তার জমিতে রয়েছে সুপারি গাছ সহ অন্যান্য গাছ। অভিযোগ স্থানীয় একটি ক্লাব গত একমাস ধরে মোটা অঙ্কের অর্থ দাবি করতে থাকে ওই মহিলা চিকিৎসকের কাছে। গাছ কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তাদের দাবি না মানায়, এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি মহিলা চিকিৎসক সুমিত্রা হালদারের। রাতেই জমিতে ঢুকে ৪৭ টি কলমের আম গাছ গোড়া থেকে কেটে দেওয়া হয়। ঘটনায় অশোকনগর থানা ও বনদপ্তর এর অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত ক্লাবটি বর্তমানে তালাবন্ধ। এ বিষয়ে ক্লাবের কোনো সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এখনো পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত দের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বনদফতর থেকেও জানানো হয়,তারা ব্যবস্থা নেবে।সরকারি চিকিৎসক সুমিত্রা হালদার যথেষ্ট আতঙ্কিত এই ঘটনা নিয়ে,তিনি জানান ক্লাব সংগঠন বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকে,তাদের উচিৎ বৃক্ষরোপণ করা,আর তারাই এই ঘটনা ঘটাল,ক্লাবের নামে এলাকায় দুষ্কৃতি কার্যকলাপও চলে বলে অভিযোগ ওই চিকিৎসকের।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ নয় 'এই' কালীপুজো! বসিরহাটের ইটিন্ডায় অটুট ৪০০ বছরের রীতি
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: মহিলা চিকিৎসকের জমির ৪৭টি আম গাছ কেটে ফেলার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল