বড়সড় বিপদ এড়াতে উপস্থিত বুদ্ধি করে এক সাহসী পদক্ষেপ নিয়ে ফেললেন লরি চালক। আগুন লাগা লরিটিকে নিয়ে চালক সোজা চলে যান এলাকা থেকে দূরে এক স্কুল মাঠে। গাড়িটিকে ফাঁকা জায়গায় রেখে আগুন নেভাতে অনেক চেষ্টা করা হয়। কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে না আসায় চালক লরিটিকে ফের চালিয়ে স্কুল মাঠের পাশে থাকা পুকুরের জলে ফেলে দেয়। যদিও চালক আগে থেকেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। জানা গেছে, লরির ওই আগুন থেকে রাস্তার পাশে থাকা একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় প্রায় ৩০ হাজার টাকার সামগ্রী। লরিতেও প্রায় লক্ষাধিক টাকার পাট পুড়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীর। খবর দেওয়া হলেও সময়মতো দমকল না আসায় ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, অবলম্বে বাদুরিয়া থানা এলাকায় একটি ফায়ার বিগ্রেড স্টেশন করা হোক।
advertisement