TRENDING:

North 24 Parganas News- জ্বলন্ত পাট বোঝাই লরি ছুটে চলেছে রাস্তা দিয়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

Last Updated:

দমকল কেন্দ্র তৈরির দাবি স্থানীয়দের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল জ্বলন্ত পাট বোঝাই লরি ছুটে চলেছে। পাটের গুদাম থেকে লরিতে পাট বোঝাই করার সময় হঠাতই আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনা জেলার বাদুরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, এই এলাকার ইলেকট্রিক অফিস সংলগ্ন একটি পাটের গুদামে সন্ধ্যে নাগাদ লরিতে পাট বোঝাই করতে গিয়ে ঘটে যায় অগ্নিকান্ড। প্রাথনিক অনুমান, পাট বোঝাইয়ের সময় বিদ্যুতের তারের শর্ট সার্কিটের ফলে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে গিয়ে পড়ে। মুহুর্তেই সেই ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ থেকেই ঘটে যায় বড়সড় অগ্নিকান্ড। কয়েক মুহুর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো পাট বোঝাই লরিকে।
advertisement

বড়সড় বিপদ এড়াতে উপস্থিত বুদ্ধি করে এক সাহসী পদক্ষেপ নিয়ে ফেললেন লরি চালক। আগুন লাগা লরিটিকে নিয়ে চালক সোজা চলে যান এলাকা থেকে দূরে এক স্কুল মাঠে। গাড়িটিকে ফাঁকা জায়গায় রেখে আগুন নেভাতে অনেক চেষ্টা করা হয়। কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে না আসায় চালক লরিটিকে ফের চালিয়ে স্কুল মাঠের পাশে থাকা পুকুরের জলে ফেলে দেয়। যদিও চালক আগে থেকেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। জানা গেছে, লরির ওই আগুন থেকে রাস্তার পাশে থাকা একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় প্রায় ৩০ হাজার টাকার সামগ্রী। লরিতেও প্রায় লক্ষাধিক টাকার পাট পুড়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীর। খবর দেওয়া হলেও সময়মতো দমকল না আসায় ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, অবলম্বে বাদুরিয়া থানা এলাকায় একটি ফায়ার বিগ্রেড স্টেশন করা হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- জ্বলন্ত পাট বোঝাই লরি ছুটে চলেছে রাস্তা দিয়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল