TRENDING:

ধৃত খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী কওসর

Last Updated:

এনআইএ-এর হাতে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী বোমা মিজান ওরফে কওসর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: এনআইএ-এর হাতে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী বোমা মিজান ওরফে কওসর ৷ মঙ্গলবার বেঙ্গালুরু স্টেশন থেকে কওসরকে গ্রেফতার করে তদন্তকারীরা ৷ এর আগে কওসরের খবর দেওয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল ৷
advertisement

খাগড়াগড় বিস্ফোরণের মূল অভিযুক্ত কওসর ৷ বোমা মিজান নামে পরিচিত ছিল এই অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে খবর, জেএমবি-র উজির পদে কাজ করত এই কওসর ৷ খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে এই জঙ্গিনেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ তাকে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে ৷ কওসরের বাসস্থান থেকে কিছু বিস্ফোরকের নমুনাও সংগ্রহ করে তদন্তকারীরা ৷

advertisement

আরও পড়ুন 

WhatsApp: এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের দিতে হতে পারে টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাপুজোর মাঝে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয় দুই জামাত জঙ্গির। বিস্ফোরণস্থলটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেশের বাড়ির থেকে অনতিদূরে অবস্থিত ছিল ৷ এই ঘটনার ফলে পশ্চিমবঙ্গে জঙ্গি জালের বিষয়টি সামনে আসে ৷ এরপরই ঘটনার তদন্ত শুরু করে NIA। ঘটনায় কওসর ছাড়াও নাম উঠে আসে আরেক জামাত নেতার ৷ সেই অভিযুক্ত জঙ্গিনেতা সোহেল মেহফুজ ওরফে হাতকাটা নাসিরুল্লাকে গত ৮ জুলাই গ্রেফতার করে NIA।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ধৃত খাগড়াগড় কাণ্ডের অন্যতম চক্রী কওসর