TRENDING:

Inauguration Row: ওয়াইএসআর, বিজেডি, টিডিপি, অকালির নেতারা থাকবেন নতুন সংসদ ভবনের উদ্বোধনে

Last Updated:

Inauguration Row: আগামী রবিবার ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি, অকালি, টিডিপির মত বেশ কয়েকটি দলের নেতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামী রবিবার ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছে বিজেপি এবং বিরোধী জোটের থেকে সমান দূরত্ব বজায় রাখা বেশ কয়েকটি রাজনৈতিক দল।
advertisement

অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, ওড়িষায় ক্ষমতাসীন বিজু জনতা দল এবং পঞ্জাবের শিরোমণি অকালি দল নয়া সংসদ ভবন উদ্বোধনে হাজির থাকার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি নিজে টুইট করে জানিয়েছেন, গণতন্ত্রের প্রকৃত ভাবধারার প্রতি যথাযথ মর্যাদা রক্ষা করতে ওয়াইএসআর কংগ্রেস নতুন সংসদ ভবন উদ্বোধনের ওই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে। অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের মতই প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টিও যোগ দিচ্ছে নতুন সংসদ ভবন উদ্বোধনে।

advertisement

আরও পড়ুন: দিল্লি অর্ডিন্যান্স নিয়ে আপকে সমর্থন নয়, হাইকম্যান্ডকে প্রস্তাব পাঞ্জাব কংগ্রেসের

পাশাপাশি ওড়িষায় ক্ষমতাসীন বিজু জনতা দলের তরফে জানানো হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা এবং পবিত্রতাকে যাবতীয় বিতর্কের উর্ধ্বে রাখা অত্যন্ত। দল হিসাবে বিজেডি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে আগ্রহী। এছাড়া পাঞ্জাবের শিরোমণি অকালি দল আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি-ও রবিবার প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে ইতিমধ্যেই।

advertisement

আবার বিজেপির সহযোগী দলগুলির মধ্যে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, সংসদ ভবনের উদ্বোধনে। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী, তামিলনাড়ুর এআইডিএমকে, ঝাড়খণ্ডের আজসুর নেতারাও উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। উত্তর-পূর্বের আরও বেশ কয়েকটি রাজ্যের নেতারা ওই কর্মসূচিতে সামিল হবেন।

অপরদিকে বুধবার ১৯টি বিরোধী দলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়। তাদের অভিযোগ, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করে কেন্দ্র গণতান্ত্রিক রীতিনীতিকে অস্বীকার করছে। কেন সাভারকারের জন্মদিনেই এই নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে, তা নিয়েও সরব হয়েছেন বিরোধীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Inauguration Row: ওয়াইএসআর, বিজেডি, টিডিপি, অকালির নেতারা থাকবেন নতুন সংসদ ভবনের উদ্বোধনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল