পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নীলেশ পাতারি (Scam)। রায়গড়ের বাসিন্দা। মহাবীর নগরে এক বৃদ্ধার বাড়িতে দীর্ঘদিন ধরেই পরিচারকের কাজ করত সে। কী ভাবে এটিএমের পিন পাল্টাতে হয়, ইউটিউবের ভিডিও দেখে শিখে নিয়েছিল সে। তার পর একাধিক বার বৃদ্ধার এটিএম কার্ড নিয়ে গিয়ে টাকা তুলে নিত সে। এছাড়াও ওটিপির জন্য নিজের মোবাইল নম্বর ব্যাঙ্কে গিয়ে রেজিস্টার করেছিল বৃদ্ধার অ্যাকাউন্টের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: ভবিষ্যৎ আছে কিনা জানা নেই, 'যুদ্ধে' যাওয়ার আগে বিয়ে করলেন ইউক্রেনের যুগল!
গত জানুয়ারি মাসে একাই ছিলেন ওই বৃদ্ধা। কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই এভাবে টাকা লুঠ করার ছক কষে ফেলে অভিযুক্ত। কয়েকদিন পর বৃদ্ধার এটিএম কার্ড নিয়ে বেরিেয় সেই অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা তুলে নেয় সে। এবং টাকা নিয়ে পালিয়ে যায়। বৃদ্ধার মেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরই তদন্ত শুরু হয়।
আরও পড়ুন: বিয়ের আগে করিনা ছাড়াও একাধিক নায়িকার সঙ্গে 'প্রেম' হয়েছিল বার্থডে বয় শাহিদের!
বৃহস্পতিবার মুম্বইয়ের দহিসার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে সমস্ত টাকা। ওই টাকা নিয়ে পালানোর আগেই ধরা পড়ে যায় সে।