TRENDING:

Scam: ইউটিউবের ভিডিও দেখে লুঠ, বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ সাফ পরিচারকের!

Last Updated:

ফলে অ্যাকাউন্টের ওটিপি এবং এটিএম পিন পাল্টে টাকা গায়েব করত সে (Scam)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার। বাড়ির পরিচারকের ওপর অনেকটাই ভরসা করতেন মুম্বইয়ের কান্দিভালির বাসিন্দা এক বৃদ্ধা। কিন্তু সেই সুযোগে বৃদ্ধাকে ধীরে ধীরে লুঠ করে প্রায় ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিল সেই পরিচারক। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ইউটিউব দেখেই এভাবে বৃদ্ধাকে লুঠ করার পরিকল্পনা করেছিল ওই পরিচারক (Scam)। ব্যাঙ্কে রেজিস্টার করা মোবাইল নম্বর পাল্টে দিয়েছিল অভিযুক্ত। ফলে অ্যাকাউন্টের ওটিপি এবং এটিএম পিন পাল্টে টাকা গায়েব করত সে (Scam)।
Scam
Scam
advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নীলেশ পাতারি (Scam)। রায়গড়ের বাসিন্দা। মহাবীর নগরে এক বৃদ্ধার বাড়িতে দীর্ঘদিন ধরেই পরিচারকের কাজ করত সে। কী ভাবে এটিএমের পিন পাল্টাতে হয়, ইউটিউবের ভিডিও দেখে শিখে নিয়েছিল সে। তার পর একাধিক বার বৃদ্ধার এটিএম কার্ড নিয়ে গিয়ে টাকা তুলে নিত সে। এছাড়াও ওটিপির জন্য নিজের মোবাইল নম্বর ব্যাঙ্কে গিয়ে রেজিস্টার করেছিল বৃদ্ধার অ্যাকাউন্টের সঙ্গে।

advertisement

আরও পড়ুন: ভবিষ্যৎ আছে কিনা জানা নেই, 'যুদ্ধে' যাওয়ার আগে বিয়ে করলেন ইউক্রেনের যুগল!

গত জানুয়ারি মাসে একাই ছিলেন ওই বৃদ্ধা। কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই এভাবে টাকা লুঠ করার ছক কষে ফেলে অভিযুক্ত। কয়েকদিন পর বৃদ্ধার এটিএম কার্ড নিয়ে বেরিেয় সেই অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষ টাকা তুলে নেয় সে। এবং টাকা নিয়ে পালিয়ে যায়। বৃদ্ধার মেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরই তদন্ত শুরু হয়।

advertisement

আরও পড়ুন: বিয়ের আগে করিনা ছাড়াও একাধিক নায়িকার সঙ্গে 'প্রেম' হয়েছিল বার্থডে বয় শাহিদের!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বৃহস্পতিবার মুম্বইয়ের দহিসার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে সমস্ত টাকা। ওই টাকা নিয়ে পালানোর আগেই ধরা পড়ে যায় সে।

বাংলা খবর/ খবর/দেশ/
Scam: ইউটিউবের ভিডিও দেখে লুঠ, বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ সাফ পরিচারকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল